দিনাজপুর প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২অক্টোবর )সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়, সম্মেলন কক্ষে ডিআইজির সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভাটি পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর সভাপতিত্বে প্রধান অতিথি রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল আমিনুল ইসলাম বলেন,
আসন্ন শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীরা যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পালন করতে পারে সেজন্য সকল রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।কোন দুষ্কৃতিকারী যেন কোন ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে এবং সেই সাথে তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেন।
এছাড়াও মতবিনিময় সভায় আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট), শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দিনাজপুর এবং বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি), জামায়াতী ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।