সাইফুল ইসলাম (সুনামগঞ্জ) ধর্মপাশা প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান কে বিদায় ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানকে বরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন এতে সভাপতিত্ব করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ মুরাদ, বিদায়ী চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ এইচ এম ওয়াসিম,নারী ভাইস চেয়ারম্যান অনামিকা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,ধর্মপাশা থানার ওসি মো.শামসুদ্দোহা, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত ও বিদায়ী জনপ্রতিনিধিদের কে ক্রেস্ট দেওয়া হয়
© All rights reserved © 2023
Leave a Reply