আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ট্রেনে পাথর নিক্ষেপ, দুর্ঘটনা, মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) দুপুর ১২টায় রেলওয়ে স্টেশন চত্বরে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের উদ্যোগে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম। রেলওয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কাজে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও আরএনবি ইনচার্জ মোঃ মোরশেদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- গৌরীপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ, সাংবাদিক মশিউর রহমান কাউসার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল হোসাইন, সহ সভাপতি নুরুজ্জামান নুরু, স্থানীয় নাগরিক আমান।
© All rights reserved © 2023
Leave a Reply