জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধিঃ
স্বাধীনতা মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ত্রিশালে ভুমিহীদের মাঝে ১১জুন ৫ম পর্যায় ( ২য় ধাপে) প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও প্রেস বিফিং করেছে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
রবিবার বিকেলে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে মত বিনিময় ও প্রেসবিফিং করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) ত্রিশাল মাহবুবুর রহমান, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোকলেছুর রহমান সবুজ, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
© All rights reserved © 2023
Leave a Reply