আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (৬জুন/২০২৪) ‘বাঁচতে হলে, বাঁচাতে হবে প্রকৃতি’ এ স্লোগানে ‘১০হাজার গাছের চারা বিতরণ ও রোপন’ করার লক্ষ্যে মাসব্যাপীর গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচীর উদ্বোধনী দিনে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
তিনি বলেন, স্বজন সমাবেশের এ আয়োজন অত্যন্ত চমকপ্রদ ও যুগোপযোগী। গাছ শুধুমাত্র ফল দেয় না, আমাদের বেঁচে থাকার মহামূল্যবান অক্সিজেন দেয়। তাই প্রত্যেকটি গাছকে শিশুর ন্যায় যত্ন করে রাখতে হবে। গাছগুলো বেঁচে থাকলে, আমরা বেঁচে থাকার অক্সিজেন পাবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাজহারুল আনোয়ার ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজী সুলতানা, আফরোজা নাসরীন, নুরুল হক, শংকরী রানী দেবনাথ, নাজমা বেগম, সাবিরা আক্তার, দিতি বানু, মিনান নাহার প্রমুখ।
স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, এ মাসে ৮টি উচ্চ বিদ্যালয়, ২টি মাদরাসা, ৩টি কলেজ ও ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ১০হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ও তদারকি টিমের মাধ্যমে রোপন এবং রোপন পরবর্তী গাছের যত্ন পর্যবেক্ষণ করা হবে। উদ্বোধনী দিনে একশত পেয়ারা গাছের চারা দেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র ও পৌর স্বজনের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খান।
© All rights reserved © 2023
Leave a Reply