আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : যে
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (১ জুন/২০২৪) ‘জুনকে মাদকবিরোধী প্রচারাভিযানের মাস’ ঘোষণা দিয়ে মাসব্যাপী প্রচারাভিযানের উদ্বোধন ও মাদকবিরোধী সমাবেশ ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী-শিক্ষক ও সর্বস্তরের জনতাকে নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অঙ্গিকারাবদ্ধ হন।
এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, জনপ্রতিনিধি-রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে ভয়াবহ এই মাদকের রুখে দাঁড়াতে হবে। তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে। আপনার-আমার কারো সন্তানেই এ চক্রের কাছে নিরাপদ নয়। তারুণশক্তিকে টার্গেট করে ওদেরকে ধ্বংস করে দিতে দেশী-বিদেশী চক্রান্ত চলছে। সম্মেলিত প্রয়াসের মাধ্যমে এ চক্রান্ত রুখে দিতে হবে, তারুণ্যকে বাঁচাতে সবাইকে সোচ্চার হতে হবে। স্বজন সমাবেশ আজকে যে প্রচারণা শুরু করেছে, সে জন্য তাদেরকে ধন্যবাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ও গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক কবি সেলিম আল রাজ। ‘যে মুখে ডাকি মা, সেই মুখে মাদক না, যে অঙ্গে মায়ের স্পর্শ, সেই অঙ্গে নয় মাদকের স্পর্শ’ প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী মৌলভী সাজেদুল হক, সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, মো. সাইফুল ইসলাম, নাজমা বেগম, সোলাইমান হাসান, সুলতানা পারভীন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, গৌরীপুর সরকারি কলেজ স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, উপজেলা স্বজনের স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার। এছাড়াও মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইমা জাহান সারা, অন্তর হাসান, আব্দুল্লাহ আল অন্তর, খাদিজাতুল কুবরা, আয়াদুল, ৭ম শ্রেণির সারিয়া আক্তার, পাপিয়া আক্তার, মীম আক্তার, ইতি রানী দাস, মারুফা আক্তার, ৮ম শ্রেণির সালমা আক্তার, আফরিন জাহান ইতি, শিশু আক্তার, সীমা আক্তার, তানজিনা আক্তার, ৯ম শ্রেণির অবনী, শাম্মী জাহান, আজুয়ার, স্মৃতি আক্তার, তানিয়া আক্তার প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, এ মাসের ২৬জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস যা বিশ^ মাদকবিরোধী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। মাদকের ভয়াবহতা বাড়ছে, স্কুল-কলেজেও মাদকের থাবা থামছে না। অভিভাবক ও শিক্ষার্থীকে এর ভয়াবহতা সম্পর্কে জানাতে স্বজন সমাবেশের আয়োজনে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযান উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থান, শিক্ষা প্রতিষ্ঠান-হাটবাজারে অনুষ্ঠিত হবে।
© All rights reserved © 2023
Leave a Reply