মোঃ দুলাল আলী (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানসিক অসুস্থতার কারণে গলায় ফাঁস দিয়ে সেলিম রেজা(৩২) নামের একজনের আত্মহত্যা। সে উপজেলার রহনপুর পৌর এলাকার বাগদুয়ারপাড়া গ্রামের দুরুল হোদার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার( ২৪ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে পাঁচটার দিকে সেলিম রেজা (৩২) পারিবারিক সমস্যা ও মানসিক অসুস্থতা জনিত কারণে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজনও আত্মীয়-স্বজনদের দেওয়া তথ্য মতে সেলিম রেজা একজন মানসিক রোগী ছিলেন বলে জানা যায়।
এবিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, মৃতদেহ থানায় আছে রবিবার সকালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে, এবং থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।