মোঃ আব্দুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুকের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরোদ্ধ পর পর তিনটি অভিযোগ পাওয়া গেছে।
১৫ জানুয়ারী ২০২৪ তারিখে ফান্দাউক ইউনিয়ন পরিষদের ৪,৫,ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য বীনাবেগম, একটি ও পুরুষ সদস্য মোঃ আলমগীর শাহ, ফরহাদ মিয়া,মহিলা সদস্য ফাহিমা বেগম ও বীনা বেগম চার জনে মিলে আরো দুটি মোট তিনটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাখিল করেছেন।
অভিযোগে টিসিবির পণ্য,সরকারী কম্ভল ও ইউপি সদস্যদের মাঝে ভাতা বিতরনের নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরেছেন
অভিযোগের বিষয়ে জানতে চেয়ে চেয়ারম্যান ফারুখের ব্যবহৃত মোবাইল নাম্ভারে একাদিক বার ফোন করে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি ও যোগাযোগ করা সম্ভব হয়নি।
মুঠোফোনে চেয়ারম্যান ফারুকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভুইয়া অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন সদস্য ভাতা দেয়ার জন্য চেয়ারম্যানকে বলে দেয়া হয়েছে।তাছাড়া অন্যান্য গুলোও সমাধান করা হবে