হুমায়ুন রশিদ জুয়েল | স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাড়াইল উপজেলা জাতীয় পার্টির জনপ্রিয় নেতা ও দুইবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিনসহ জাতীয় পার্টির ৮ জন প্রভাবশালী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সততা, আদর্শ ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার (২৮ জানুয়ারি) কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. এম ওসমান ফারুকের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বিএনপিতে বরণ করে নেওয়া হয়।
বিএনপিতে যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন—
জাতীয় পার্টির জনপ্রিয় নেতা ও দুইবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন,
তাড়াইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম খান,
সাচাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশাদ খান,
ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মুবিন,
দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির,
দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশাব উদ্দিন আসাদসহ মোট ৮ জন নেতা।
এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও বহু নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন, যা দলটির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে বলে নেতারা আশা প্রকাশ করেন।
এছাড়াও জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ড. এম ওসমান ফারুকের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন বিশিষ্ট শিল্পপতি রবিন খান।
যোগদান অনুষ্ঠানে নেতারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এই যোগদান তাড়াইল উপজেলার রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে এবং বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হবে।