শেখ সাদী সুমন জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়া
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা কমিটির নেতৃবৃন্দ। আজ বুধবার বিকেলে কুমিল্লার হোটেল হলিউড পার্কের ওয়েটিং রুমে এই মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এসময় সাংবাদিক সমাজের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মেহেদী হাসান, কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুন, সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, ব্রাহ্মণবাড়ীয়া জেলা কমিটির সভাপতি এমএ মুছা, সহ-সভাপতি হারুন উর রশিদ, এবং কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মহাসচিব আলমগীর গনি উপস্থিত সকলকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।