নিজস্ব প্রতিবেদক
বরগুনা-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি বলেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে তিনি কখনোই আপস করেননি। এমপি থাকাকালে দলীয় পরিচয় থাকলেও অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার খলিফার হাটে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি যখন সংসদ সদস্য ছিলাম, তখন পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। বিষয়টি জানার পর একাধিকবার তাকে সতর্ক করা হয়। এমনকি থানার ওসির মাধ্যমেও নিষেধ করা হয়েছিল। কিন্তু সে সংশোধন না হওয়ায় আমি যতদিন এমপি ছিলাম, ততদিন সেটা জেলেই ছিল।”
নুরুল ইসলাম মণি আরও বলেন, “চাঁদাবাজি করে রাজনীতি করা যাবে না। যারা অতীতে এসব কাজ করেছেন, তাদের এখনই সঠিক পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।”
এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, “দেশ এখন ডিজিটাল বাংলাদেশ। উলটাপালটা রাজনীতির দিন শেষ। দাঁড়িপাল্লার যুগ আর নেই।”
উল্লেখ্য, নুরুল ইসলাম মণি সর্বশেষ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।