শেখ সাদী সুমন জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তার ও বংশগত বিরোধের জেরে চাঞ্চল্যকর আফরোজ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি শিপন মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৯। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিপন মিয়া সরাইল উপজেলার দেওড়া গ্রামের মৃত কালো মিয়ার ছেলে।
ঘটনার বিবরণ:
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় আধিপত্য বিস্তার ও বংশগত বিরোধের জেরে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়াবহ দাঙ্গা শুরু হয়। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের বল্লমের আঘাতে আফরোজ মিয়া গুরুতর আহত হন। হামলাকারীরা তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি কার্যক্রম:
এই ঘটনায় গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে সরাইল থানায় একটি হত্যা মামলা (মামলা নং ৩১) দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পলাতক ছিল। র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিপন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।