স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল
কিশোরগঞ্জে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত দারুল আরকাম মডেল মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের হয়বতনগর এলাকায় মাদরাসা প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের প্রধান মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি ওমর আহমাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক আল্লামা সাব্বির আহমাদ রশীদ। তিনি বলেন,
“বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় অত্যন্ত জরুরি। দারুল আরকাম মডেল মাদরাসা সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”
সভাপতির বক্তব্যে মুফতি ওমর আহমাদ বলেন,
“শুদ্ধ আকীদা, আমল ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে যোগ্য আলেম ও আদর্শ নাগরিক তৈরির লক্ষ্যে এই মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্বসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন নূরানী তা’লীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক এবং দারুল আরকাম মডেল মাদরাসার পরিচালক মাওলানা এনামুল হক, সহযোগিতায় ছিলেন হাফেজ আমিনুল ইসলাম।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।