পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় চকবিষ্ণপুর বাজার মেসার্স রাফিয়া টেডার্সের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেল চোরকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়া জেলার আদমদিঘি উপজেলার রামপুরা গ্রামের দিলবর মন্ডলের ছেলে মাসুদ রানা (৩১)কে আটক করা হয়েছে। তবে মোটরসাইকেলটি উদ্ধার করা যায়নি।
জানাগেছে, উপজেলার চকবিষ্ণপুর (কলোনী) গ্রামের একরামুল হকের ছেলে শরিফুল ইসলাম তার ব্যবহৃত ডিস্কভার-১১০সিসি মোটরসাইকেলটি গত ৭ নভেম্বর দুপুরে মেসার্স রাফিয়া টেডার্সের সামনে সামনে রেখে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন তার রাখা মোটরসাইকেলটি নেই। পরে সিসি ক্যামেরার ফুটেজে নিশ্চিত হয়ে শরিফুল ইসলাম ১৮ ডিসেম্বর পোরশা থানায় মামলা করলে থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য মাসুদ রানাকে নিতপুর জেলেপাড়া তার শশুড় মৃত লিযাকত আলীর বাড়ি থেকে তাকে আটক করেন। বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, আটক মাসুদ রানাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #