আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পুলিশের চেকপোস্ট এর খবর পেয়ে ১২৯ পিচ ফেনসিডিল রেখে পালিয়ে যায় চোরাকারবারী, পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে থানা নিয়ে যায়।
বুধবার ১৭ ডিসেম্বর রাত ৮ টার দিকে পাটগ্রাম পৌরসভা মোড়ে ওসি নাজমুল হক এর নেতৃত্বে পুলিশের চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয় এমন সময় কিছু দূরে খবর পেয়ে এস আই রওশন মিয়া ও আব্দুল জলিল গিয়ে ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে এসে এতে ১২৯ পিচ ফেনসিডিল উদ্ধার হয় ।
এই বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন রাস্তায় বস্তা পরে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে ১২৯ পিচ ফেনসিডিল উদ্ধার করে তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।