মো. শাহীন গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে মডেল মাদরাসার শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে জিনিয়াস বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুন্দরগঞ্জ উপজেলা সদর দাখিল মাদরাসা কেন্দ্রে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জিনিয়াস স্টুডেন্টস ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেন।
এ পরীক্ষায় উপজেলার ৪ নং বেলকা ইউনিয়নের ব্রাইট ড্রিম মডেল মাদরাসা, পৌরশহরের আবরার সামিহা মডেল মাদরাসা, বামনডাঙ্গা ইউনিয়নের মশিউর রহমান প্রি-ক্যাডেট মাদরাসা এবং সোনারায় ইউনিয়নের আল-হেরা মডেল (কেজি) মাদরাসার মোট ১৪৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ৪১ জন, দ্বিতীয় শ্রেণীর ৪২ জন, তৃতীয় শ্রেণীর ৩৪ জন এবং চতুর্থ শ্রেণীর ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষাচলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সোলায়মান সরকার সাজা, মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন সজিব এবং ফ্যামিলি ড্রিম সোসাইটির সেক্রেটারি মো. সোলাইমান মিয়া প্রমুখ।
জিনিয়াস স্টুডেন্টস ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্রাইট ড্রিম মডেল মাদরাসার প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম বলেন, ‘বৃত্তি পরীক্ষা শুধু শিক্ষার্থীদের প্রতিভা যাচাইয়ের একটি মাধ্যম নয়, এটি তাদের শিক্ষায় উদ্দীপনা বাড়ানোর জন্যও গুরুত্বপূর্ণ। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী তার সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী নিজেকে প্রমাণ করতে পারে এবং ভবিষ্যতে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে।
সংগঠনটির সভাপতি ও আবরার সামিহা মডেল মাদরাসার পরিচালক মো. আশরাফুল ইসলাম বলেন, সুন্দরগঞ্জ উপজেলার মডেল মাদরাসাসমূহের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এতে সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুলে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
তিনি আরও বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, শিক্ষা উপকরণ ও এককালীন অর্থ প্রদান করা হবে।