জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের 'দরিল্যা পূর্বপাড়া একতা সংঘ'র উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় দরিল্যা বাজার প্রাঙ্গণে পুরো মাঠজুড়ে দর্শকদের বিপুল উপস্থিতিতে উৎসবমুখর, জাঁকজমকপূর্ণভাবে এ ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপুর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক ও বিশিষ্ঠ সমাজসেবক মুজিবুল ইসলাম সরকার (এম.এ)। রামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, অবসরপ্রাপ্ত জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল নাসের রাজপুত্র (সরকার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপুর ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম আজম সরকার, অ্যাডভোকেট নাবিদ আহসান নূর, রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান চাঁনু সরকার, রামপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক হারুনুর রশিদ, রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা, যুবনেতা শাহাদাত হোসেন প্রমূখ। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, পল্লী চিকিৎসক ও দরিল্লা বাজারের সভাপতি দিদারুল ইসলাম সুজন। শুভেচ্ছান্তে ছিলেন, আরাফাত (আকন্দ) প্রিয়ন্ত, সাগর, তায়েব ও নাঈম। খেলায় অংশগ্রহণ করেন, সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ। ২/১ গোলে জুনিয়র একাদশ জয়লাভ করেন। অতিথিগণ চ্যাম্পিয়ন দলের হাতে খাসি তুলে দেন ও রানার্সআপ দেওয়া হয় ট্রফি। খেলায় অতিথিগণ তাদের বক্তব্যে বলেন,“যুবসমাজকে ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্টের বিকল্প নেই। এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এবং আয়োজকদের কে এমন খেলা অব্যাহত রাখার পরামর্শ দেন।