আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। সভা সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মোসাদ্দেক হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক ও চিন্তাবিদদের নির্মমভাবে হত্যা করে। সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করাই ছিল এই বর্বর হত্যাযজ্ঞের মূল উদ্দেশ্য।
তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর অধ্যায়। তাদের আদর্শ, দেশপ্রেম ও চেতনা ধারণ করেই নতুন প্রজন্মকে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি শান্ত, শৃঙ্খলাবদ্ধ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।