হুমায়ূন রশীদ জুয়েল, স্টাফ রিপোর্টার:
ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন উত্তর মানিকদীতে একটি হাফিজিয়া মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ঘটনার পরপরই পুলিশি তৎপরতায় আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাতুন নূর ঢাকা নামক একটি রেজিস্ট্রিকৃত মাদ্রাসায় হামলার ঘটনায় দায়েরকৃত এজাহারের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানার সাহসী এস আই সজল কুমার বিশ্বাসের অভিনব কায়দায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ মনিরুল হক হিরন, মোঃ কাজল ও আজিজুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদ্রাসায় বেআইনিভাবে প্রবেশ, ভাঙচুর, লুটপাট, শিক্ষার্থীদের মারধর এবং চুরির অভিযোগ রয়েছে।
ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়। সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বিভিন্ন তথ্য-প্রমাণ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে সফল অভিযান পরিচালনা করা হয়।
মাদ্রাসার পরিচালক মুফতী শাহাদাত হোসাইন আরিফ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ঘটনার পর আমরা আতঙ্কিত ছিলাম। কিন্তু পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আসামিদের গ্রেপ্তার করায় আমরা ন্যায়বিচারের আশা পাচ্ছি।”
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরাও পুলিশের দ্রুত ও কার্যকর ভূমিকার প্রশংসা করে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসনের এই তৎপরতা সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ মোঃ দাউদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।