হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
তাড়াইল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তানজিলা আখতার-এর সঙ্গে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তাড়াইলের সার্বিক উন্নয়ন, সেবা প্রাপ্তি, প্রশাসনিক কার্যক্রম ও স্থানীয় সমস্যা-সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।
ইউএনও তানজিলা আখতার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“তাড়াইলবাসীর উন্নয়ন ও সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টাই উন্নয়নের মূল শক্তি।
এসময় আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জিসান আলী, প্রশাসনিক কর্মকর্তা তাজুল ইসলাম, প্রবীণ সাংবাদিক রবীন্দ্র সরকার, তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন রশীদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমাদ জুয়েলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।