লিয়াকত হোসেন জনী ,মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মানববন্ধন, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় সভাপাতিত্ব করেন দুপ্রক মধুপুরের সভাপতি আব্দুল মজিদ। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। স্বাগত বক্তব্য দেন সনাকের সভাপতি অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাফর ইকবাল, উপজেলা একাডেমকি সুপারভাইজার মহি উদ্দিন আহমাদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, তথ্য কর্মকর্তা স্বপ্না কর্মকার, সাংস্কৃতিক কর্মী সাইফুল ইসলাম, টিআইবির সমন্বয়কারি জিনিয়া গ্লোরিয়া ম্রং প্রমূখ।