মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর তেঁতুল মোড়ে ট্রাককে ওভারটেক করার সময় পিছন থেকে সজোরে ট্রাককে মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনা স্থলে একজনের মৃত্যু ও অপরজনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়।
আজ মঙ্গলবার ৯ ডিসেম্বর(২০২৫) দুপুরে উপজেলার রহনপুর পৌরশহরের তেঁতুল মোড় নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা বলেন, ২ জন মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল চালানোর সময় ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের চালক আসিক(২৮) নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকে জোরেসোরে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যায়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন এর ছোট জামবাড়িয়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা শাজাহান মিয়ার ছেলে আসিক।
অপর দিকে মোটরসাইকেল এর পিছনে বসে থাকা একই উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন এর বড়গাছি গ্রামের মৃত আপেল মাহমুদ ছেলে আব্দুল্লাহ রুশোকে(৩০) গুরুতর আহত অবস্থায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করে।
জানা যায়, মৃতের আত্নীয় সজনদের কোন প্রকার দাবী দেওয়া না থাকলে গোমস্তাপুর থানা পুলিশ লাশ দুটি হস্তান্তর করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক বলেন, দুজনের
লাশ এখনো আছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।