জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
মানহীন ধানের বীজ মজুদ অবস্থায় পাওয়া ও বিক্রির দায়ে ময়মনসিংহের ত্রিশালে এম এ ছালাম নামক সার ও বীজ ডিলার কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মানহীন বীজ জব্দ করা হয়
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান।
তিনি জানান, মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে ত্রিশাল পৌর বাজারের এম এ ছালাম নামক সার ও বীজ ডিলারের দোকানে মানহীন বীজ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় সার ও বীজ ডিলারের দোকানে মানহীন ধানের বীজ মজুদ অবস্থায় পাওয়া গেলে বহিরাঙ্গন কর্মকর্তা, বীজ প্রত্যয়ন এজেন্সি, ময়মনসিংহ বীজ আইন, ২০১৮ অনুযায়ী প্রসিকিউশন দাখিল করলে তা আমলে নিয়ে বীজ আইন, ২০১৮ অনুসারে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয় এবং মানহীন বীজ জব্দ করা হয়।
এ সময় বীজ প্রত্যয়ন এজেন্সি, ময়মনসিংহ, বিএডিসি, ময়মনসিংহ এবং উপজেলা কৃষি কর্মকর্তা সহযোগিতা করেন।