স্টাফ রিপোর্টার: হুমায়ূন রশিদ জুয়েল
কিশোরগঞ্জের জেলা (৩ ডিসেম্বর ২০২৫) রোজ বুধবার সময় সন্ধ্যা ৬ টায় জুলাই ২৪ বিপ্লবোত্তর সংগঠন জাতীয় নাগরিক পার্টি( এনসিপি) কিশোরগঞ্জ জেলা কমিটি গঠনের ক্ষেত্রে জুলাই গনঅভ্যুত্থানের আদর্শের সম্পূর্ণ বিচ্যুতি ঘটিয়েছে।
জানা যায় কমিটি গঠনের ক্ষেত্রে কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের সাথে কোন প্রকার আলোচনা ছাড়া গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃবৃন্দদের মাইনাস করে কেন্দ্রীয় গুটি কয়েক নেতৃবৃন্দের মন মতো যেই পকেট কমিটি করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেনসহ তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী উক্ত কমিটির নিন্দা প্রকাশ করেছেন পাশাপাশি সেই কমিটিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন।
এছাড়াও আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘোষিত কমিটি স্থগিত করে পুনর্গঠনের জোর দাবি জানিয়েছেন।
অনতিবিলম্বে কমিটি স্থগিত করে পুনর্গঠন করা না হলে কিশোরগঞ্জের বীপ্লবী ছাত্র জনতা এই কমিটিকে প্রতিহত করবে বলে আল্টিমেটাম দিয়েছেন।