মোঃ শহিদুল ইসলাম মুক্তাগাছা উপজেলা প্রতিনিধি।
মুক্তাগাছা (ময়মনসিংহ), ২১ নভেম্বর:
মুক্তাগাছার আলহেরা মহিলা মাদ্রাসার উদ্যোগে গাবতলী ঈদগাহ ময়দানে গতকাল শুক্রবার বাদ মাগরিব এক আলোচনা মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা মামুনুল হক।
আয়োজক সূত্রে জানা গেছে, মুসলিম সমাজের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমসাময়িক ইসলামি বিষয় নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে। মাহফিলটি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আল্লামা হাফিজ হুজুর। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
স্থানীয় ধর্মপ্রাণ জনগণ মহফিলটি সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। আয়োজকেরা জানান, ইসলামি চেতনা ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে এ ধরনের মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।