প্রতিনিধি: আজিমুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা (সিলেট)
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার সন্নিকটে ইসলাম, কুরআন ও সুন্নাহবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে গ্রামবাসীর তীব্র আপত্তির পর অবশেষে কর্তৃপক্ষ অনুষ্ঠানটির স্থান অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে পুরো এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।
গ্রামবাসী জানান, পবিত্র মসজিদ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এ ধরনের অনুষ্ঠান আয়োজন ইসলামী পরিবেশের পরিপন্থী। তারা একযোগে আপত্তি জানালে অনুষ্ঠানের আয়োজক কমিটি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে স্থান পরিবর্তনে সম্মত হয়।
এ সিদ্ধান্তে রামপাশা গ্রামের মানুষ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ায় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি সিলেটবাসীর গর্ব, বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল হক অচিনপুরীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামবাসী। তার বিচক্ষণ মতামত ও হস্তক্ষেপে বিষয়টি সমাধানের পথ সুগম হয়েছে বলেও জানানো হয়।
গ্রামবাসীর পক্ষ থেকে ডা. জহিরুল হক অচিনপুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
স্থানীয়রা আশা করছেন ভবিষ্যতে যে কোনো সামাজিক বা সাংস্কৃতিক আয়োজনের ক্ষেত্রে ধর্মীয় পরিবেশ ও জনমতের প্রতি সম্মান রেখে সিদ্ধান্ত নেয়া হবে।