হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-১৮৯৫) এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও মৃত শ্রমিকদের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ২টায় সহিলাটি নতুন বাসস্ট্যান্ডে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার ইসলাম এবং যৌথ সঞ্চালনা করেন মোঃ তোফা চৌধুরী ও রাহাত মিয়া।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো এবং প্রয়াত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করা। আগামী ত্রি-বার্ষিক ইউনিয়ন নির্বাচনের মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং প্রয়াত শ্রমিকদের স্মরণে এ আয়োজন করা হয়। পরিশেষে, দোয়া ও মিলাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য: বয়স্ক ভাতা প্রাপ্ত হবেন ৫০উর্ধ্ব শ্রমিকরা, পঙ্গু ভাতা, শ্রমিকদের সন্তানদেরকে মেধা বৃত্তি প্রদান সহ দুর্ঘটনায় মৃত্যু হলে ১লক্ষ টাকা ও স্বাভাবিক ভাবে মৃত্যু হলে ৬০হাজার টাকা প্রদান করা হবে বলে প্রার্থীরা প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়াও কোন শ্রমিক দূর্ঘটনায় মৃত্যু হলে সরকারি ভাবে ৫লক্ষ টাকা দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এটা অতি দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করা হবে।