মোহাম্মদ রাসেল:(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার পূর্বগ্রাম রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে আবারও চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে নিয়মিত কীর্তন করতে গিয়ে স্থানীয় ভক্তরা দেখতে পান মন্দিরের থালা ভাঙা এবং মন্দিরের ভেতর এলোমেলো অবস্থা।
মন্দিরের কোষাধ্যক্ষ নির্মল বর্মন জানান, সকালে কয়েকজন মহিলা এসে জানান মন্দিরে চুরি হয়েছে। গিয়ে দেখি থালা ভাঙা অবস্থায় ঝুলছে। পূজার বহু পুরোনো জিনিস, একটি সৌর বিদ্যুতের ব্যাটারি, একটি মটর ও খাঁটি পিতলের পূজার সামগ্রী সব নিয়ে গেছে। ২/৩ বছর আগেও এই মন্দিরে চুরি হয়েছিল।
এ বিষয়ে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল জানান, এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।