হুমায়ূন রশীদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ শহরে আয়োজিত এ শোডাউনে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমর্থকেরা জানান, হোসেনপুর উপজেলা থেকে এই আসনের একমাত্র মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন জহিরুল ইসলাম মবিন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হোসেনপুর থেকে কেউ মনোনয়ন না পাওয়ায় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানান—এইবার যেন হোসেনপুর থেকেই প্রার্থী দেওয়া হয় এবং জহিরুল ইসলাম মবিনকেই বিএনপির মনোনয়ন প্রদান করা হয়।
সমর্থকেরা আরও বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপি করার কারণে জহিরুল ইসলাম মবিনের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে পুলিশের টর্চারে তার দুটি কিডনি নষ্ট হয়েছে। তবুও তিনি দল ছাড়েননি, দলের প্রতি অবিচল থেকেছেন। এজন্য তাঁকে একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান উপস্থিত নেতাকর্মীরা।
অনেকেই আশা প্রকাশ করেন, ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এবারের নির্বাচনে হোসেনপুরের এই ত্যাগী নেতা জহিরুল ইসলাম মবিনকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হবে।