মোহাম্মদ রাসেল:(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের করণচা বড়হাটি গ্রামে বজ্রপাতে ১জন মৃত্যুবরণ করেন।
জানা গেছে, ধনপুর ইউনিয়নের পরশ দাসের ছেলে সুরঞ্জিত দাস(২৭) জাল দিয়ে মাছ ধরলে গেলে বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
আজ সকাল (০৭ অক্টোবর ) জাল দিয়ে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন।
চেয়ারম্যান প্রদীপ কুমার জানান, বাড়ির সামনে বাবা ও ছেলে জাল দিয়ে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাত শুরু হয়।পরে বাড়িতে ফেরার সময় এ ঘটনা ঘটে।
পরিবারের লোকেরা সাথে সাথে ইটনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যর চিকিৎসক ডাক্তার কাওসার আহমেদ সোহেল মৃত ঘোষনা করেন।