আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:
‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মানুষের অন্যতম মৌলিক অধিকার আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে। এ বছরও অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও গণপূর্ত বিভাগের উদ্যোগে ৬ অক্টোবর সোমবার সকালে একটি বর্ণাঢ্য র্যলি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।
কিশোরগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুহিউদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: মাহমুদুল ইসলাম তালুদকদার (পিপিএম), কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।
সভায় কিশোরগঞ্জ গণপুর্ত উপ বিভাগের সাব ইঞ্জিনিয়ার রবিন কুমার দাস প্রজেক্টের মাধ্যমে দিবসটির তথ্যচিত্র উপস্থাপন করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইট ভাটা প্রস্ততকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ খালেকুজ্জামান, সহকারী প্রকৌশলী শুভ্র দেব চক্রবর্তী,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, গুরুদয়াল সরকারি কলেজের প্রভাষক আবুল বাশার প্রমুখ।
আলোচনা সভায় অতিথিগণ বলেন, জীবনযাত্রার মানের বৈষম্য দূরীকরণে বর্তমান সরকার নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে। যা ইতিমধ্যেই অনেকটাই বাস্তবায়িত হয়েছে এবং এবং বাকি কার্যক্রম চলমান রয়েছে।
টেকসই উন্নয়নের জন্য নগর ও অঞ্চল পরিকল্পনার পাশাপাশি উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়নের ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
এসময়, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ছাড়াও গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীসহ জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।