এম এ হাসান,লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে শহীদ মোঃ সাঈদুলের কবর জিয়ারত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রবিবার (তারিখ উল্লেখযোগ্য) বেলা ১১টায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের লেজছকিনা গ্রামে শহীদের কবর জিয়ারত কর্মসূচির আয়োজন করে ইসলামী ছাত্রশিবির লালমোহন উত্তর আদর্শ শাখা।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন শিবির ভোলা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদ, লালমোহন উত্তর আদর্শ শাখার সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান, কালমা ইউনিয়ন ও বদরপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, সরকারি শাহবাজপুর কলেজ শাখার দায়িত্বশীলরা এবং স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শহীদ হন মোঃ সাঈদুল। তিনি কালমা ইউনিয়নের লেজছকিনা গ্রামের কৃতি সন্তান ছিলেন।