আব্দুস সালাম গংগাচড়া রংপুর।
রংপুর নগরীর তাজহাট থানা এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবার দর্শনা মোড় শুটকির আড়তের পশ্চিম পাশে একটি বাগানের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদা প্লাস্টিকের দুটি বস্তায় মোড়ানো অবস্থায় ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ প্রক্রিয়ায় থানায় জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।