পোরশা(নওগাঁ)প্রতিনিধি: কাজের সফল বাস্তবায়ন মনে নিয়ে আসে আত্মতৃপ্তি আর জনগণ পায় স্বস্তি। এই লক্ষ্যে নিরলস পরিশ্রম ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন নওগাঁর পোরশা উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস। ভূমি অফিসের দায়িত্ব নিয়েই তিনি সংকল্পবদ্ধ হয়েছেন এ উপজেলার মানুষকে ভূমি বিষয়ক কাজে সেবা প্রদানে নিজেকে নিয়োজিত করার। পাশাপাশি 'ভূমি অফিসে টাকা ছাড়া কাজ হয় না' মানুষের মাঝে প্রচলিত এই ধারণার পরিবর্তন নিয়ে আসার। সরজমিনে দেখাগেছে, বর্তমানে উপজেলা ভূমি অফিসে কাজের গতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। একইসাথে সকল শ্রেণির মানুষের জন্য কার্যক্রম হয়েছে স্বস্থির। কাঙ্খিত সেবা না পেয়ে কেউ যেন হয়রানির শিকার না হয়। এ লক্ষ্য নিয়ে কাজ করা সহকারি কমিশনার (ভূমি) এর এই কার্যক্রমে সন্তুষ্ট উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ। এতে স্থানীয় জনগণের প্রশংসাও পাচ্ছেন তিনি। সংশ্লিষ্ট অফিস থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য জনগণকে দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে না। এমনকি হয়রানিও কমেছে। কারণ অফিসে না এসেও এসিল্যান্ড কে ফোন দিয়ে অনেক সমস্যার সমাধান হয়ে যায় বলে জানালেন অনেকেই। তিনি জনগণকে সচেতন করে অর্পিত সম্পত্তির লিজ নবায়ন, খাস পুকুরসহ বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন সরকারের রাজস্ব আদায়ে। তার আন্তরিক প্রচেষ্টায় সরকারি অনেক মামলায় সরকার পক্ষে রায় হয়েছে। তার এ অগ্রযাত্রাকে সহজ, সুন্দর ও বিতর্কমুক্ত করতে সবসময় সহযোগিতা করছেন তার অধীনস্থ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং উপজেলা ভূমি অফিসের সহকারী ও অফিস সহায়কগণ। অত্র উপজেলার কালাইবাড়ি গ্রামের আব্দুছ ছালাম ও সুহাতি গ্রামের বক্কার জানান, বর্তমানে ভূমি কর্মকর্তার কাজের জন্য আমরা পোরশাবাসী তার কাছে কৃতজ্ঞ। তিনি ভূমি অফিসের দায়িত্ব নেয়ার পর জালিয়াতি, ভূমিদস্যু ও দালালদের দৌরাত্ব্য কমেছে গেছে। ভূমি অফিসে এসে মানুষ কাঙ্খিত সেবাটি সহজে পাচ্ছেন এবং যাদের রেকর্ড/দলিল ও অন্যান্য সমস্যা আছে তারাও এখান থেকে সঠিক পরামর্শ নিয়ে ফিরে যাচ্ছেন। বর্তমানে কোনরকম হয়রানি ও ঘুষ ছাড়া সুন্দরভাবে কাজ হচ্ছে বলেও তারা জানান। এছাড়া ভূমি অফিসে সেবা নিতে আসা আমির উদ্দিন ও মিজানুর রহমান বলেন, আমরা বিগত সময়ে ভূমি অফিসে বিভিন্ন কাজে দালালদের জন্য সহজে আসতে পারিনি বরং দালালদের মাধ্যমে কাজ করতে অতিরিক্ত টাকা দিয়েও অনেক ঘুরতে হয়েছে এবং বেশিরভাগ সময় কাজ হয়নি। বর্তমান এসিল্যান্ড নিয়মমাফিক যথেষ্ট আন্তরিকতার সাথে বিশেষ করে যার কাজ তাকে আসতে হবে এ নীতি চালু করে কাজ করায় আমরা উপকৃত হয়েছি। এখন ভূমি সংক্রান্ত যে কোন কাজে সঠিক সময়ে সহজেই সমাধান পাচ্ছি এবং সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোন টাকা লাগছে না বলে জানালেন তারা। এই কর্মকর্তা যোগদানের পর থেকে ভূমি অফিস দালাল, ঘুষ ও দূর্নীতি মুক্ত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বলেও তারা জানান। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস এর সাথে কথা হলে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি চেষ্টা করছেন। সরকারি আইন ও নীতিমালা অনুসরণপূর্বক নওগাঁ জেলা প্রশাসক এর দিকনির্দেশনা ও পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এর পরামর্শ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে সকল ভূমি বিষয়ক সমস্যা সমাধানের চেষ্টা তাদের অব্যাহত আছে। এ কাজগুলো তিনি সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের সকল সহকর্মীর সহযোগিতার ফলে সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে বলে তিনি জানান। তিনি গত এক বছরের মূল্যায়ন সম্পর্কে বলেন, তার কাজে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া ছিল বিশেষ করে এ উপজেলার বেশিরভাগ মানুষ অনেক সহজ-সরল, ভালো ও আন্তরিক যা তাকে কাজের উৎসাহ যুগিয়েছে। কর্মক্ষেত্রে আগামীতেও সকলের সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলার জনগণকে নিঃস্বার্থভাবে ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার আশা ব্যক্ত করেন তিনি।।#
তাং৮/৯/২০২৫