মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে নতুন কমিটি গঠন করা হয়।
এতে মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সাবেরীকে সভাপতি, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল আলম রফিককে সাধরণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মসুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক,যুগ্ন সাঃ সম্পাদক লোহাজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. নুরুজ্জামান ইকবাল,সাগঠনিক সম্পাদক করগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাদিম মোল্লা,দপ্তর সম্পাদক বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,কোষাধ্যক্ষ আচমিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান,সদস্য চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল হক,সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম।
আগামী ২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি ও সাঃ সম্পাদক বলেন,সরকারের নিয়মঅনুযায়ী আমরা ইউনিয়ন পরিষদ পরিচালনা করবো এবং সাধারন জনগনের সেবার মান বৃদ্ধি করে যাবো।