এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ জোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর দয়া, মহত্ত্ব, শান্তি, সাম্য ও মানবকল্যাণের বাণী তুলে ধরেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।