মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ ইব্রাহিম শেখ, এসআই অপূর্ব কুমার বাইন, এএসআই স্বপন কুমার পাল, এএসআই হুমায়ুন কবীর ও কনষ্টেবল পায়েল হাসান আবির মোক্তারপুর টেকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় পালানোর চেষ্টাকালে ওই গ্রামের আলী নেওয়াজের পুত্র আরিফুল ইসলাম (৩৫) ও ধনপুর গ্রামের মৃত শামসুদ্দিনের পুত্র আরিফ শেখ (৩২) কে আটক করে। পরে আরিফুল ইসলামের দেহ তল্লাশী করে তার কাঁধে ঝুলানো ট্রাভেল ব্যাগ হতে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই আটক দু’জনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং ১২) দায়ের করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। শুক্রবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।