এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
লালমোহন হ্যালিপ্যাডের পূর্বপাশের ব্যস্ততম সড়কের উপর সরাসরি ময়লা ফেলছে পৌরসভা। এর ফলে প্রতিদিন ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পথচারী, যানবাহন চালক ও আশপাশের বাসিন্দারা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসী জানায়, এর আগে পৌর কর্তৃপক্ষ রাস্তার পাশে ময়লা ফেলত। তখন দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হওয়ার পাশাপাশি সড়কে চলাচলের সময় একাধিক দুর্ঘটনাও ঘটে। এ নিয়ে ইতিপূর্বে জনকণ্ঠসহ একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর রাস্তার পাশে ময়লা না ফেলে বর্তমানে পৌর কর্তৃপক্ষ সরাসরি রাস্তার মাঝখানেই ময়লা ফেলছে বলে অভিযোগ উঠেছে। এতে জনদুর্ভোগ আরও বেড়েছে। এলাকাবাসীর ধারণা—পত্রিকায় খবর হওয়ার কারণেই এখন ময়লা রাস্তার পাশে না ফেলে মূল সড়কের উপর ফেলা হচ্ছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও একাধিক ব্যক্তি প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন। অনেকে রাস্তার উপর স্তূপ করে রাখা ময়লার ছবি তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয়রা বলেন, “পৌরসভা যেভাবে ব্যস্ততম সড়কের উপর ময়লা ফেলছে, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।”
এ বিষয়ে পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছে, জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে বিকল্প স্থানে নির্ধারিত ডাম্পিং জোন তৈরি করা জরুরি।