মহসিন উজ্জামান দুর্জয়,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কালিয়াকৈর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে বিএনপির পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
দিবস উপলক্ষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ড বিএনপির পার্টি অফিসে এসে মিলিত হয়।
এ সময় কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপলু বকসির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার শিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না। এ সময় আর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী মোল্লা, কালিয়াকৈর পৌর স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব মহসিন মোল্লাসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ময়লা ফেলার ড্রাম উপহার দেওয়া হয়।