আব্দুর রউফ ভুইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনে ডা. মোহাম্মদ সাকিব সভাপতি এবং আলাভী মাইশা অন্তু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালের তৃতীয় তলায় কনফারেন্স হলে শান্তিপূর্ণভাবে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মজিবর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে ডা. মোহাম্মদ সাকিব সভাপতি, ডা. আলাভী মাইশা অন্তু সাধারণ সম্পাদক, ডা. খোশনূর রহমান খুশবু সহ সভাপতি, ডা. সাইমন ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, ডা. সব্যসাচী পাল কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে উপস্থিত ছিলেন হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান, উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান (জুয়েল) এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. এস.কে.এম. নাজমুল হাসান। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডা. মো. খালিদ (বিভাগীয় প্রধান, ইএনটি), ডা. মো. জহিরুল হক (বিভাগীয় প্রধান, মেডিসিন) এবং ডা. মীর নুর উস-সাদ (বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন)। নির্বাচনে শতভাগ ভোটারের অংশগ্রহণে নূতন নেতৃত্ব গঠিত হওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
ভোট গনণার শেষে ফলাফল ঘোষণার পর নব নির্বাচিত সভাপতি ডা. মোহাম্মদ সাকিব বলেন, “আজকের ভোটে শতভাগ ভোটারের উপস্থিতি ছিল। দ্বিগুণের বেশি ব্যবধানে আমাদেরকে নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
ইন্টার্ন কো-অর্ডিনেটর ও ড্যাবের সদস্য সচিব ডা. এস.কে.এম. নাজমুল হাসান বলেন, “দীর্ঘদিন পর আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করেছি। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্ভব হওয়ায় আমি সকল ইন্টার্ন ডক্টরসদের ধন্যবাদ জানাই।”
অধ্যক্ষ ও ড্যাবের আহ্ বায়ক ডা. মজিবর রহমান ইন্টার্ন ডক্টরসদের উদ্দেশে বলেন, “বিগত সরকারের সময়ে তোমরা ভোট দেওয়ার সুযোগ পাওনি। তাই জাতীয় নির্বাচনের আগেই তোমাদের ভোটের সুযোগ করে দিলাম। একই সঙ্গে তোমাদেরকে মানুষের সেবা দেওয়ার পাশাপাশি একাডেমিকভাবে দক্ষ ও নিষ্ঠাবান চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে ইন্টার্ন ডক্টরসদের অধিকার ও স্বার্থ রক্ষা করা এবং পেশাগত উন্নয়নে সার্বিক সহযোগি হিসেবে কাজ করবে।সুষ্টু ও সুন্দর এই নির্বাচন ইন্টার্ন ডক্টরসদের মধ্যে নতুন উদ্দীপনা ও গণতান্ত্রিক চেতনার বার্তা ছড়িয়ে পড়ুক।