মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
রবিবার ৩ আগস্ট সকাল ১০টায় ও ১২টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, ধামলই গ্রামের মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে মো. হাসমত আলী (৯৫) ও তার ছেলে মো. বাবুল মিয়া (৬৫)। তাঁদের মধ্যে বাবা হাসমত আলী উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও শ্রীপুর সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লিখক ছিলেন। অন্যদিকে, ছেলে বাবুল মিয়া গাজীপুরের টঙ্গী সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লিখক ছিলেন। তিনি ঢাকায় বসবাস করতেন।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শ্রীপুরে চাকরির সুবাদে বাবা হাসমত আলী নিজ গ্রামের বাড়িতে থাকতেন। বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে রবিবার সকাল ১০টার দিকে সেখানেই মারা যান তিনি। বাবার মৃত্যুর সংবাদ শুনে ঢাকায় বসবাসরত বাবুল মিয়াও অসুস্থ হয়ে পড়েন। ২ঘণ্টা পর বেলা ১২টার দিকে তিনিও মারা যান। বাবুল মিয়া ডায়াবেটিস, কিডনিসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। বাদ আসর জানাজা শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দুজনের মরদেহ দাফন করা হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আলম খান বলেন, ২ঘন্টা ব্যবধানে মধ্যে বাবা-ছেলেকে হারালো পরিবারটি। এ কষ্ট ভুলার মতো নয়। এটি শুধু একটি পরিবারের ক্ষতি নয় পুরো গ্রামের জন্য অপূরণীয় শোক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মাদ আব্দুল বারিক বলেন, বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে, এটি বার্ধক্য ও অসুস্থতাজনিত মৃত্যু। পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাই।