এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার লালমোহন সদর ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা জামায়াতের সম্মানিত আমির মাওলানা আব্দুল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা রুহুল আমিন সাহেব এবং সহকারী সেক্রেটারি নূর মোহাম্মদ হেলালী সাহেব।
সভায় সভাপতিত্ব করেন লালমোহন ইউনিয়নের আমির মাওলানা ফরিদ উদ্দিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সংগ্রামী সেক্রেটারি মাওলানা ইসহাক।
অনুষ্ঠানে ইউনিয়নের রুকন ও কর্মীদের উপস্থিতিতে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি এবং কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রোগ্রামে বক্তারা আগামী নির্বাচনে জনসম্পৃক্ত ও সংগঠিতভাবে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।