মোহাম্মদ রাসেল,ইটনা,মিটামইন,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আহমেদের মধ্যে রাজনৈতিক ও পারিবারিক বিরোধ চলছিল। সেই পুরনো দ্বন্দ্ব থেকেই এই সহিংস ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এলাকায় কয়েক ঘণ্টা ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করে। আহতদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্ব অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এখন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।