ছাব্বির হোসেন বাপ্পি,রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলা প্রেসক্লাব সামনে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচার চাই সনাক রাজবাড়ী মানববন্ধন করেন।
সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী সনাক সভাপতি মোঃ প্রফেসর নুরুজ্জামান সাংবাদিক জাহাঙ্গীর আলম একুশের টিভি ও সাংবাদিক সুমিত্রশীল ও রাবেয়া খাতুন সহ অন্যান্যরা ছাত্রী।বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনা বাড়ছে। শিশুদের রক্ষা করতে হলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। খুন, ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশে এসব কথা বলা হয়েছে। স্লোগান ছিল, খেলাঘর চায় না ‘শিশুদের কান্না’। ছবি এঁকে এবং স্লোগান দিয়ে খেলাঘর আসরের সদস্য শিশুরা অংশ নেয় সমাবেশে। শিশুরা তাদের বক্তব্যে বলে, নিরাপদে স্কুল যেতে চাই, নিরাপদে খেলার মাঠে যেতে চাই।