আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে শুক্রবার (২৭ ডিসেম্বর/২৪) রাতে বিএমএসএফে’র বর্ষসেরা সংবাদ সম্মাননা পাওয়ায় দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনকে সংবর্ধিত করা হয়। ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপঢৌকন দিয়ে তাকে সংবর্ধিত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত সাংবাদিক মো. রইছ উদ্দিন। তিনি বলেন, প্রত্যেকটি ভালো কাজের মধ্যদিয়ে মানুষ বেঁচে থাকে। প্রতিদিন আমরা যেনো কমপক্ষে একটি কাজ করে ঘরে ফিরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি সুনীল চন্দ্র ভৌমিক। সঞ্চালনা করেন উপজেলা কাব লিডার নয়ন কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জামালপুরের সহকারী লিডার ট্রেইনার মো. শফিকুল ইসলাম, উপজেলা কাব স্কাউটস সহকারী কমিশনার জিনাত মাসরুরা ফাতেমা, চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা বরুন চন্দ্র দাস, চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী, সায়মা সাহাব একাডেমির ইউনিট লিডার কামরুজ্জামান স্বপন, উপজেলা কাব স্কাউট লিডার মো. রাজিব আহম্মেদ, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান, ক্লাব ৯৭ গৌরীপুরে মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি, মাহমুদুল হাসান সুজন, গৌরীপুর বিএমএসএফের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সাংবাদিক শামীম আনোয়ার, দি চাইল্ড ব্লোজম কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক নার্গিস আক্তার।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিট লিডার ইমাম হোসেন, মনি দত্ত, শাপলা ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত মোশাররফ হোসেন, কাব লিডার বাদশা মিয়া, আবুল বাশার, তরিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম জয়, রানী আক্তার স্বর্ণা, মুনতাসির রহমান মাসুক, এহসানুল হক জারিফ, ফারহান আফসার তাইফ, জান্নাতুল ফেরদৌস আঁখি, নাফিসা হাসান হৃদি, গীতা পাল, হাদিয়া সুলতানা মিতু, আজমেরী সুলতানা সাইমা, পার্থ পাল অনন্ত, জুনাইদ হোসেন অনিক, ইয়াসিন মিয়া প্রমুখ।